ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

হাসিনাকে নিয়ে ওয়েইসির প্রশ্নে বেকায়দায় ভারত সরকার

২০২৫ আগস্ট ২২ ১১:১৫:৪৫
হাসিনাকে নিয়ে ওয়েইসির প্রশ্নে বেকায়দায় ভারত সরকার

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে হায়দরাবাদের লোকসভা সদস্য আসাদউদ্দিন ওয়েইসি বলেছেন, “যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়ন শুরু করতে হয়, তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত।”

বৃহস্পতিবার ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ‘আইডিয়া এক্সচেঞ্জ’ নামক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে সীমান্তবর্তী রাজ্যগুলোতে বাংলাভাষী নাগরিকদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করে আটক করে সীমান্তে পাঠানোর বিষয়টি তুলে ধরলে, ওয়েইসি বলেন,“সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন ভারতে রয়েছেন? তিনি কি বাংলাদেশি নন? তাহলে তাকেই আগে ফেরত পাঠানো হোক।”

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন এবং নানা বিবৃতি ও মন্তব্য দিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলছেন। অথচ দরিদ্র বাংলাভাষী মানুষদের যাচাই-বাছাই না করেই ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে সীমান্তে ফেলে আসা হচ্ছে।

বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে ওয়েইসি বলেন,“যদি সত্যিই দেশের মাটিকে অনুপ্রবেশকারীমুক্ত করতে চান, তবে শেখ হাসিনাকে দিয়েই শুরু করুন। অথচ তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে, আর সাধারণ গরিব মানুষদের প্রতি অমানবিক আচরণ করা হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদ জেলার দরিদ্র মানুষদের অবৈধ অনুপ্রবেশকারী বলে দাগিয়ে বন্দিশালায় আটকে রাখা হচ্ছে। পুলিশকে এমন করার অধিকার কে দিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।

ওয়েইসি বলেন, “দেশে যিনিই বাংলায় কথা বলেন, তাকেই বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটি এক ধরনের বিদেশাতঙ্ক, যা উদ্বেগজনক।” তিনি অভিযোগ করেন, জনগণকে নিরাপত্তার অজুহাতে সন্দেহভাজন বানিয়ে বন্দিশালায় আটকে রাখা হচ্ছে।

বক্তব্যের একপর্যায়ে ওয়েইসি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া জনপ্রিয় গণঅভ্যুত্থানকে সম্মান জানানো উচিত। বর্তমান গণআন্দোলন-উৎপন্ন সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক গড়ে তোলা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে