ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

এনবিআর বিলুপ্ত: দুটি নতুন বিভাগে বড় রদবদল

২০২৫ আগস্ট ২১ ১৬:৫৪:১৭
এনবিআর বিলুপ্ত: দুটি নতুন বিভাগে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক: নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ গঠন করা হয়েছে— ‘রেভিনিউ পলিসি ডিভিশন’ এবং ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন’। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি পাস হয়েছে বলে জানিয়েছে এনবিআরের একটি অভ্যন্তরীণ সূত্র।

সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, ‘রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন’-এর প্রধান পদে এনবিআরের বর্তমান কর্মকর্তা বা রাজস্ব সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন যেকোনো সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এতে এনবিআরের কর্মকর্তাদের জন্য এই পদে আসার পথ উন্মুক্ত হলো।

অন্যদিকে, ‘রেভিনিউ পলিসি ডিভিশন’-এর প্রধান হিসেবে সরকার চাইলে এনবিআর অথবা অন্য বিভাগ থেকে সামষ্টিক অর্থনীতি, বাণিজ্য নীতি, পরিকল্পনা, রাজস্ব নীতি বা ব্যবস্থাপনায় অভিজ্ঞ কর্মকর্তাকে নিয়োগ দিতে পারবে।

এর আগে মে মাসে যখন এনবিআর বিলুপ্ত করে প্রথম অধ্যাদেশ জারি করা হয়, তখন এনবিআরের অনেক কর্মকর্তা অভিযোগ করেন, ওই অধ্যাদেশে প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ রাখা হয়েছিল এবং রাজস্ব ক্যাডারের কর্মকর্তাদের শীর্ষ পদে আসার পথ সংকুচিত করা হয়।

এই অসন্তোষ থেকে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আন্দোলন শুরু হয়। তাদের দাবির মুখেই অধ্যাদেশে এই সংশোধন আনা হয়েছে বলে জানা গেছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে