ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

গুম নাটকের নেপথ্য গল্প প্রকাশ করলেন সুখরঞ্জন বালি

২০২৫ আগস্ট ২১ ১৬:১৪:৪৬
গুম নাটকের নেপথ্য গল্প প্রকাশ করলেন সুখরঞ্জন বালি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার অন্যতম আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি দীর্ঘদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে অপহরণ, গুম ও নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে লিখিত অভিযোগপত্র জমা দেন তিনি। ট্রাইব্যুনাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুখরঞ্জন বালি বলেন,“সাঈদী একজন ভালো মানুষ ছিলেন। আমি তার জানাজায়ও গিয়েছিলাম। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে অপহরণ করে আটক রেখে শারীরিকভাবে নির্যাতন করা হয়।”

তিনি জানান, তার আইনগত অধিকার আদায়ের লক্ষ্যে এই অভিযোগ দাখিল করেছেন।

সুখরঞ্জন বালি অভিযোগ করেন, ২০১২ সালের ৫ নভেম্বর তিনি সাঈদীর মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গেলে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে যান। এরপর ২ মাস ১৭ দিন তাকে গুম করে রাখা হয় এবং পরে সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো হয়, যেখানে তিনি ৫ বছর কারাভোগ করেন।

সুখরঞ্জন বালির আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন জানান, এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, হায়দার আলীসহ মোট ৩২ জনের নাম অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

২০১২ সালের ৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে থেকে নিখোঁজ হন সুখরঞ্জন বালি।তিনি ছিলেন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা যুদ্ধাপরাধ মামলার একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। ওই মামলায় দেলওয়ার হোসাইন সাঈদীকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরবর্তীতে আমৃত্যু কারাদণ্ডে রূপান্তরিত হয়।

তৎকালীন সময়ে সুখরঞ্জন বালির নিখোঁজ হওয়ার ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছিল।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে