ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

মন্দায়ও শেয়ার পায়নি ৬ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৫ আগস্ট ২১ ১৬:১৪:৫১
মন্দায়ও শেয়ার পায়নি ৬ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: আগের দুই দিনের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবারও (২১ আগস্ট) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৭৪.৯৬ পয়েন্টে। বাজারে লেনদেনে অংশ নেয়া ৩৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, কমেছে ২০৮টির। তবে এমন পরিস্থিতিতেও বিনিয়োগকারীদের আগ্রহ ছিল নির্দিষ্ট ৬ কোম্পানির শেয়ারে। এসব শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতা না থাকায় শেয়ারগুলো বিক্রেতাশূন্য হয়ে হল্টেড হয়। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো— ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সমতা লেদার, সালভো কেমিক্যাল, কেঅ্যান্ডকিউ, সোনালী পেপার এবং জাহিন টেক্সটাইল।

এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের। কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭২ টাকা ৬০ পয়সায়। এদিন শেয়ারটি ৬৯ টাকা ১০ পয়সা থেকে ৭২ টাকা ৬০ পয়সার মধ্যে লেনদেন হয়। দিনশেষে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২১ কোটি ৮৯ লাখ ৮ হাজার টাকা। উল্লেখ্য, টানা ১০ কার্যদিবস ধরে কোম্পানিটির শেয়ার উত্থান প্রবণতায় রয়েছে। এ সময়ে শেয়ারদর ৪২ টাকা ২০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ দাম বেড়েছে ৩০ টাকা ৪০ পয়সা বা ৭২ শতাংশের বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সমতা লেদারের। কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ২০ পয়সায়। এদিন শেয়ারটি ৯৪ টাকা থেকে ১০৪ টাকা ২০ পয়সার মধ্যে লেনদেন হয়। দিনশেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৩ লাখ ৪২ হাজার টাকা।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে সালভো কেমিক্যালের। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০ টাকায়। এদিন শেয়ারটি ২৬ টাকা ৮০ পয়সা থেকে ৩০ টাকার মধ্যে লেনদেন হয়। দিনশেষে লেনদেন হয়েছে মোট ৮ কোটি ২০ লাখ ৯৭ হাজার টাকার।

এছাড়া অন্যান্য কোম্পানির মধ্যে— কেঅ্যান্ডকিউ-এর শেয়ারদর বেড়েছে ২৮ টাকা ৩০ পয়সা বা ৮.৭৪ শতাংশ, সোনালী পেপারের ১৮ টাকা ৪০ পয়সা বা ৮.৭২ শতাংশ এবং জাহিন টেক্সটাইলের ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ। এভাবে দিনশেষে শেয়ারগুলো দাঁড়িয়েছে যথাক্রমে— ৩৫২ টাকা ১০ পয়সা, ২২৯ টাকা ৪০ পয়সা ও ৫ টাকা।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে