ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ভিডিও নিয়ে মুখ খুললেন বিএফআইইউ প্রধান

২০২৫ আগস্ট ১৯ ১৭:৫২:৫৮
ভিডিও নিয়ে মুখ খুললেন বিএফআইইউ প্রধান

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের পর দেশে অর্থপাচার ও দুর্নীতিবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়ায় তাকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এ.এফ.এম. শাহীনুল ইসলাম।

তিনি দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার ‘ব্যক্তিগত ভিডিও’টি আসলে ভুয়া এবং এআই (Artificial Intelligence) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এটি তার বিরুদ্ধে একটি চক্রান্তের অংশ বলে মন্তব্য করেন তিনি।

“আমার মতো কেউ এমন কিছু করতে পারে না। এটি সম্পূর্ণ ভুয়া। আমি অনেকের কোটি কোটি টাকা ফ্রিজ করেছি, মামলা করেছি—তাই এখন তারা আমাকে হেয় করতে চায়।”

তিনি আরও বলেন, সরকার বদলের পর দেশের পাচারকৃত অর্থ উদ্ধারের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এতে কিছু প্রভাবশালী ব্যবসায়ী ও গোষ্ঠীর স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারাই এই ভিডিও ছড়িয়ে তাকে সমাজ ও রাষ্ট্রের কাছে হেয় করতে চাইছে।

এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।তিনি বলেন, "আমি ভয় পাই না। দেশের মানুষের টাকা উদ্ধারের কাজ চালিয়ে যাব।"

বাংলাদেশ ব্যাংক এখনও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রতিষ্ঠানটির সহকারী মুখপাত্র বলেছেন, বিএফআইইউ একটি স্বায়ত্তশাসিত সংস্থা, তাই তারা আনুষ্ঠানিক বক্তব্য দেবে না।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে