ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

আইন উপদেষ্টা জানালেন নির্বাচন সম্পর্কে আসল কথা

২০২৫ আগস্ট ১৯ ১৫:৫০:৪৭
আইন উপদেষ্টা জানালেন নির্বাচন সম্পর্কে আসল কথা

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এবং এই সময়সূচি থেকে কোনো ছাড় দেওয়া হবে না ।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে, তিনি আরও জানান—সরকার নির্বাচনের জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করছে, এবং নির্বাচন বাস্তবায়ন সরকারের দায়িত্ব, রাজনৈতিক দলগুলোর নয় ।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে নির্বাচন সময় নিয়ে নানা মন্তব্য করে থাকে, তবে তা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ মাত্র

আইন উপদেষ্টা জানান, দুদক সংস্কার কমিশন, নির্বাচন সংস্থা সংস্কার কমিশন ও আইন সংস্কার কমিশন-এর সুপারিশ অনুসরণ করে দ্রুত প্রয়োজনে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। এই উদ্যোগ আগামী দুই-তিন মাসের মধ্যে কার্যকর করার পরিকল্পনা আছে । এই কাজের জন্য একজন বিশেষ আইনজীবী নিয়োগ করা হয়েছে, যিনি আজ থেকেই দায়িত্ব পালন শুরু করেছেন ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে