ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন ইমি 

২০২৫ আগস্ট ১৯ ১৫:৩১:৪৯
ভাইরাল সেই ভিডিও নিয়ে মুখ খুললেন ইমি 

নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের সর্বশেষ ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি নির্বাচিত হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। এবার তিনি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের ভিপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে প্রার্থিতা ঘোষণার পরপরই ভাইরাল হয় তার একটি পুরোনো ভিডিও, যেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে বক্তব্য দিয়েছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা।

২০১৯ সালের ডাকসু নির্বাচনের পর একটি টেলিভিশন টকশোতে ইমি বলেন:“ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব হয়েছে শেখ হাসিনার আন্তরিকতার কারণেই। তিনি আমাদের গণভবনে ডেকে যে আতিথেয়তা দিয়েছেন, অন্তত কৃতজ্ঞতাবশত হলেও তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।”

পুরোনো ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতে ইমি সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন:“২০১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ প্রচার হতে দেখছি।

অনেকে আমার বর্তমান অবস্থান জানতে চাইছেন। আমি স্পষ্ট জানাতে চাই—আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে