ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

লেনদেন হাজার কোটি ছাড়ালেও দোটানায় বিনিয়োগকারীরা

২০২৫ আগস্ট ১৯ ১৫:২৩:৪১
লেনদেন হাজার কোটি ছাড়ালেও দোটানায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: টানা সাত কর্মদিবসের পতনে ২২২ পয়েন্ট হারানো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) অবশেষে ঘুরে দাঁড়ায়। বাজারে তিন কর্মদিবস টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলেও মঙ্গলবার সূচক আবারও সামান্য নিম্নমুখী হয়েছে। তবে লেনদেনের দিক থেকে বাজার ইতিবাচক অবস্থান ধরে রেখেছে।

টানা তিন দিনে সূচকের উত্থান

সাম্প্রতিক তিন কার্যদিবসে সূচক ঊর্ধ্বমুখী ছিল। গত বৃহস্পতিবার সূচক বেড়েছিল ৩৬ পয়েন্ট, রোববার প্রায় ৫১ পয়েন্ট এবং সোমবার যোগ হয় আরও সাড়ে ১৮ পয়েন্ট। একই সময়ে লেনদেনও ধাপে ধাপে বেড়েছে— বৃহস্পতিবার ৭০৩ কোটি ২ লাখ টাকা থেকে রোববার ৮০১ কোটি ৭১ লাখ টাকা এবং সোমবার পৌঁছায় ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকায়।

সূচক নামলেও লেনদেনে উল্লম্ফন

মঙ্গলবার সূচক কমে ৯ পয়েন্টে নামলেও ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। এদিন মোট লেনদেন হয়েছে ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকা, যা আগস্ট মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ৩ আগস্ট লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৭ কোটি টাকা। বাজারে মোট ১৬৪ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, সমান সংখ্যক কোম্পানির শেয়ার দাম কমেছে।

দোটানায় বিনিয়োগকারীরা

দিনের শুরুতে সূচক ২১ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু করলেও শেষ দিকে মুনাফা তোলার চাপ দেখা দেয়। দু-একবার সূচক ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত রেড জোনেই লেনদেন শেষ হয়। বাজার বিশ্লেষকরা মনে করছেন, লেনদেনে বড় উল্লম্ফন ইতিবাচক হলেও সূচক নিম্নমুখী হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা আগামী দুদিন বিনিয়োগকারীদের বাজারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১০.৮৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯.৬০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪.৭৭ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৪টির দর বেড়েছে, ১৬৪টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬১ কোটি ৬৮ লাখ টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৩২টির, কমেছে ১০৬টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৪৩.৪৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৮.৭৮ পয়েন্ট বেড়েছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে