ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

ধানমণ্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি

২০২৫ আগস্ট ১৫ ১২:২৩:৫৫
ধানমণ্ডি ৩২-এর সর্বশেষ পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক: শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে শুক্রবার ধানমণ্ডি ৩২ নম্বরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। দিনভর শ্রদ্ধা জানাতে আসা জনতার ভিড়ের মধ্যে দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সন্ধ্যার পর এক ব্যক্তি মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে ৩২ নম্বরের পরিস্থিতি দেখাচ্ছিলেন। এ সময় তার ফোনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা তাকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ঘিরে ফেলেন এবং গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেন।

এর কিছুক্ষণ পর আরেকজনকে একইভাবে গণপিটুনি দেওয়া হয়। উপস্থিত জনতা দাবি করেন, তার ফোনেও আওয়ামী লীগ সংশ্লিষ্ট ছবি ও বার্তা পাওয়া গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

এ প্রসঙ্গে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, “আমরা এখন পর্যন্ত তিনজনকে আটক করেছি। তাদের ফোন পরীক্ষা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও অন্যান্য নিরাপত্তা বাহিনী। মূল সড়কে বসানো হয়েছে ব্যারিকেড, প্রবেশের আগে চলছে কঠোর তল্লাশি। জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

অবস্থানরত ছাত্র ও সাধারণ মানুষ জানান, তারা এখানে অবস্থান নিয়েছেন “আওয়ামী লীগের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে।” কেউ কেউ জানান, আগের রাতে শেখ হাসিনার ছেলে জয় আওয়ামী কর্মীদের ৩২ নম্বরে উপস্থিত থাকতে আহ্বান জানানোর পর তারা আরও সজাগ হয়ে ওঠেন।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে ধানমণ্ডি ৩২ এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। এ কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি ঘিরে জনমনে তৈরি হয়েছে উদ্বেগ ও উত্তেজনা।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে