ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

শাকিবকে নিয়ে অবশেষে প্রতিক্রিয়া দিলেন অপু বিশ্বাস

২০২৫ আগস্ট ০৪ ১৬:১৯:১০
শাকিবকে নিয়ে অবশেষে প্রতিক্রিয়া দিলেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা বুবলীর সঙ্গে। তাদের একসঙ্গে সময় কাটানোর ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে ভক্তদের মধ্যে যেমন কৌতূহল, তেমনি প্রশ্ন উঠছে শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে। অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন তিনি।

রোববার (৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস। সেখানে শাকিব-বুবলীর আমেরিকান ভ্রমণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু বলেন, “মানুষ মানুষকে সব সময় চিনতে পারে না। এটা অস্বাভাবিক কিছু নয়। কেউ আমাকে ভালোবাসতে পারে, আবার অন্য কাউকে না। আবার উল্টোটাও হতে পারে। এটাই বাস্তবতা।” শাকিব প্রসঙ্গে আরও জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, “আমি ১৫ জুন ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। যারা এখনও সেটা পড়েননি, তারা এখনই পড়ে নিতে পারেন। আপনারা সব উত্তর পেয়ে যাবেন।”

তিনি আরও বলেন, “ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের পেশাদার সম্পর্ক আছে। আমরা সবাই প্রফেশনাল আর্টিস্ট, সবাইকে আমি সম্মান করি।” সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গে আবেগঘন বক্তব্য দিয়ে তিনি বলেন, “আমি মা হিসেবে সফল হবো, যেদিন আব্রামকে একজন ভালো মানুষ হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারব।”

শেষে দর্শক ও ভক্তদের উদ্দেশে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া চেয়ে বলেন, “তাদের ভালোবাসা আর দোয়াতেই আমি আজকের অপু বিশ্বাস। আশা করি সব সময় এভাবে পাশে পাব।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে