ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন 

২০২৫ আগস্ট ০৪ ১২:২০:৫৪
যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন 

নিজস্ব প্রতিবেদক: ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে দীর্ঘদিনের আলোচনার মধ্যে এবার বড় ধরনের ধাক্কা লাগল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ কেনার বিষয়ে সরাসরি অনিচ্ছা প্রকাশ করেছে ভারত। এ নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানিয়েছেন, “এফ-৩৫ কেনার বিষয়ে ভারত এখন আর কোনো আগ্রহ দেখাচ্ছে না। ভবিষ্যতেও তারা যুক্তরাষ্ট্র থেকে বড় ধরনের সামরিক সরঞ্জাম কিনবে কি না, সেটিও এখন অনিশ্চিত।”

বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করায় দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে ফাটল ধরেছে। এর জেরেই প্রতিরক্ষা খাতেও প্রভাব পড়ছে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফর করেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন। সেখানেই ফাইটার জেট ক্রয়ের প্রস্তাব উঠে আসে। তবে খুব দ্রুতই দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তাপ বাড়তে থাকে।

ট্রাম্প ভারতের উচ্চ শুল্কনীতি ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেন।ভারতের রাশিয়ার কাছ থেকে অস্ত্র ও জ্বালানি কেনা নিয়েও ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেন।এসব কারণেই প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ভারতের অবস্থান বদলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ব্লুমবার্গ জানায়, ভারত আগে চেয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে যুদ্ধবিমান ডিজাইন ও উৎপাদন করতে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে।

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এফ-৩৫ যুদ্ধবিমান সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দুর্ঘটনার শিকার হয়, যার তদন্ত এখনো চলছে। এটি ভারতের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলেও কিছু বিশ্লেষক মনে করছেন।

যদিও ভারতে সামরিক পণ্য আমদানিতে অনাগ্রহ দেখা যাচ্ছে, তবে দেশটি এখন যুক্তরাষ্ট্র থেকে তরল প্রাকৃতিক গ্যাস (LNG), উন্নত যোগাযোগ প্রযুক্তি এবং সোনা আমদানি বাড়ানোর পরিকল্পনা করছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে