ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫
Sharenews24

৬০০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি

২০২৫ আগস্ট ০৩ ১৬:১০:৪৪
৬০০ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার কামচাটকা অঞ্চলে প্রায় ৬০০ বছর পর আবারও অগ্ন্যুৎপাত শুরু করেছে ‘ক্রাশেনিনিকোভ’ নামের একটি সুপ্ত আগ্নেয়গিরি। দেশটির বিজ্ঞানীরা বলছেন, সম্প্রতি রুশ দূরপ্রাচ্যে সংঘটিত ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের সঙ্গে এই অগ্ন্যুৎপাতের সরাসরি সম্পর্ক থাকতে পারে।

রুশ বার্তা সংস্থা আরআইএ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, কামচাটকা অগ্ন্যুৎপাত প্রতিক্রিয়া দলের প্রধান ওলগা গিরিনা নিশ্চিত করেছেন, ১৪৬৩ সালের পর এই প্রথমবার আগ্নেয়গিরিটি অগ্ন্যুৎপাত করল। এর আগের কোনো কার্যক্রমের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

গত বুধবার ভূমিকম্পের পরেই কামচাটকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়-ও অগ্ন্যুৎপাত শুরু করে। এরপরই ক্রাশেনিনিকোভেও অগ্ন্যুৎপাতের খবর আসে।

রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরি থেকে ৬ হাজার মিটার (প্রায় ৩.৭ মাইল) উচ্চতায় ছাইয়ের মেঘ আকাশে ছড়িয়ে পড়ে। তবে ছাই পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে ভেসে যাচ্ছে এবং এই পথে কোনো জনবসতি না থাকায় তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কম। বিমান চলাচলের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে, যা উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়।

এদিকে, কামচাটকার কাছাকাছি কুরিল দ্বীপপুঞ্জে ৭ মাত্রার ভূমিকম্পের পর ফের তিনটি উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করেছে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়।

তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের প্রেক্ষিতে বড় ধরনের সুনামির আশঙ্কা নেই। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (USGS)-ও ভূমিকম্পটির মাত্রা ৭ বলে নিশ্চিত করেছে।

রুশ মন্ত্রণালয় টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে:“সুনামির ঢেউ খুব বেশি হবে না বলেই আশা করা হচ্ছে। তারপরও সবাইকে উপকূলীয় এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে