ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫
Sharenews24

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরে ঐকমত্য

২০২৫ জুলাই ২৭ ২৩:২৫:২৯
প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক: দেশের ৩০টি রাজনৈতিক দল একটি অভিন্ন উপলব্ধিতে পৌঁছেছে যে রাজনৈতিক ক্ষমতা যেন আজীবনের পুঁজি না হয়। এই ধারণাকে সামনে রেখে তারা একমত হয়েছে যে, এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন। একইসাথে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এই ঐতিহাসিক মতৈক্য হয়। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণসংহতি আন্দোলনসহ ৩০টি দল অংশ নেয়।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, প্রধানমন্ত্রীত্বের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণের বিষয়টি এখন লিখিতভাবে জাতীয় সনদে অন্তর্ভুক্ত করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তবে তিনি উল্লেখ করেছেন, সংবিধান সংশোধনের পাশাপাশি নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে একটি যুক্তিসঙ্গত কাঠামো না হলে তারা আগের শর্ত পুনর্বিবেচনা করতে পারেন।

এদিনের বৈঠকে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাব নিয়ে। কমিশনের পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ কাঠামো উপস্থাপন করা হয়, যাতে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে একমত হয়।

প্রস্তাব অনুযায়ী পুলিশ কমিশনের প্রধান হবেন অবসরপ্রাপ্ত একজন আপিল বিভাগের বিচারপতি (৭২ বছরের নিচে)। সদস্য সচিব হবেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি (৬২ বছরের নিচে)।

কমিশনে সরকার ও বিরোধী দল উভয়ের প্রতিনিধি থাকবেন, যার মধ্যে থাকবেন স্পিকার, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, মানবাধিকারকর্মী ও সিনিয়র আইনজীবী। অন্তত ২ জন নারী সদস্য বাধ্যতামূলক।

কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিব পূর্ণকালীন দায়িত্ব পালন করবেন। কমিশনের কার্যকারিতা, জবাবদিহিতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নির্ধারিত হবে একটি স্বতন্ত্র আইনের মাধ্যমে। কমিশনের লক্ষ্য হবে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং জনগণের আস্থা নিশ্চিত করা।

ড. আলী রীয়াজ আরও জানান, সোমবারের মধ্যেই সব দলের কাছে জাতীয় সনদের খসড়া পাঠানো হবে, যেখানে এই দুই প্রস্তাবসহ সংলাপের আলোচ্য বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। আগামী আগস্ট মাসের মধ্যেই একটি ঐকমত্যভিত্তিক গণতান্ত্রিক রোডম্যাপ প্রকাশের প্রস্তুতি চলছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে