ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

ইতালির এক্সচেঞ্জ হাউজ বিক্রির সিদ্ধান্ত ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের

২০২৫ জুলাই ২৭ ২২:৪০:৫৯
ইতালির এক্সচেঞ্জ হাউজ বিক্রির সিদ্ধান্ত ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইতালিতে অবস্থিত সহযোগী কোম্পানি ফার্স্ট সিকিউরিটি এক্সচেঞ্জ ইতালী এস.আর.এল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যাংকের একটি সূত্র জানিয়েছে।

ইতালির এই এক্সচেঞ্জহাউজটি যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি এনইসি মানি ট্রান্সফার লিমিটেডের কাছে বিক্রি করা হচ্ছে। এই বিক্রির ফলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আন্তর্জাতিক কার্যক্রমের একটি অংশ সংকুচিত হচ্ছে। যদিও এই সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

উল্লেখ্য, ফার্স্ট সিকিউরিটি এক্সচেঞ্জ ইতালী এস.আর.এল ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ সহযোগী প্রতিষ্ঠান, যা ইতালিতে রেমিটেন্স সেবাসহ অন্যান্য আর্থিক লেনদেনের কাজ পরিচালনা করত। এক্সচেঞ্জহাউজটি কী দামে বিক্রি করা হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে