ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
Sharenews24

দেড় মাস সংসার করে স্বামী জানল স্ত্রীও পুরুষ 

২০২৫ জুলাই ২৭ ০৯:২৮:১৫
দেড় মাস সংসার করে স্বামী জানল স্ত্রীও পুরুষ 

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে এক চাঞ্চল্যকর ঘটনায়, বিয়ের দেড় মাস পর জানা গেল ‘সামিয়া’ নামে যাকে নববধূ ভেবে গ্রহণ করা হয়েছিল, তিনি আসলে একজন পুরুষ। এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ‘সামিয়া’ নামধারী ওই ব্যক্তি আসলে মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা এবং আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে শাহিনুর ‘সামিয়া’ নামে ফেসবুকে নারীর ছদ্মবেশে পরিচিতি গড়ে তোলেন। সেখানেই পরিচয় হয় গোয়ালন্দের মাহমুদুল হাসান শান্তর সঙ্গে। পরিচয়ের একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

গত ৭ জুন ‘সামিয়া’ হঠাৎ শান্তর বাড়িতে চলে আসেন। এরপর পারিবারিক সম্মতিতে, স্থানীয়দের উপস্থিতিতে এবং একজন মৌলভির মাধ্যমে ইসলামী নিয়মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে ‘সামিয়া’র জাতীয় পরিচয়পত্র না থাকায় বিয়েটির রেজিস্ট্রেশন করা সম্ভব হয়নি।

বিয়ের পর দেড় মাস শান্তর পরিবারের সঙ্গে নববধূর মতোই সংসার করছিলেন শাহিনুর। কিন্তু সময়ের সঙ্গে তাঁর কিছু অস্বাভাবিক আচরণ পরিবারের সন্দেহ সৃষ্টি করে। শান্ত জানান, “বিয়ের পর থেকেই ওর আচরণ ছিল অস্বাভাবিক। কাছে যেতে চাইলে বলত অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে। তখন থেকেই সন্দেহ শুরু হয়।”

পরিবারের সদস্যরা বিষয়টি অনুসন্ধান করতে শুরু করেন এবং অবশেষে গত শুক্রবার (২৫ জুলাই) নিশ্চিত হন যে ‘সামিয়া’ আসলে একজন পুরুষ।

শান্তর মা মোছা. সোহাগী বেগম বলেন, “একজন পুরুষ আমাদের পরিবারের বউ হয়ে ছিল, অথচ আমরা কিছুই বুঝতে পারিনি। সে অভিনয় করে আমাদের মন জয় করে নিয়েছিল।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর শনিবার সকালে শান্তর পরিবারের পক্ষ থেকে শাহিনুরকে তাঁর নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শাহিনুর ওরফে সামিয়া গণমাধ্যমকে বলেন, “শান্তর সঙ্গে যা করেছি, সেটা আমার ভুল। আমার হরমোনজনিত সমস্যা আছে। নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে