ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় সচিবালয়ে স্বস্তি

২০২৫ জুলাই ২২ ২৩:২৫:০৫
দিনভর সংঘর্ষের পর সন্ধ্যায় সচিবালয়ে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (২২ জুলাই) উত্তাল ছিল রাজধানীর সচিবালয় এলাকা। দুপুরের পর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিলে এক পর্যায়ে তারা এক নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের নিবৃত্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী দফায় দফায় লাঠিচার্জ করে এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পুলিশের তৎপরতায় শিক্ষার্থীরা পিছু হটে গুলিস্তানের জাতীয় স্টেডিয়াম মার্কেটের দিকে চলে যায়। পরে জিরো পয়েন্ট থেকে গুলিস্তান পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যেখানে পুলিশ পুনরায় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের সঙ্গে এই সংঘর্ষে অন্তত ৭০ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে। আহতদের অনেকেই ঢামেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

দিনভর উত্তেজনার পর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি শান্ত হতে শুরু করে। আন্দোলনকারীরা চলে যাওয়ার পর পুলিশ সদস্যরাও জিরো পয়েন্ট এলাকা থেকে সরে এসে সচিবালয় এলাকায় অবস্থান নেয়।

শিক্ষার্থীদের অবরোধের কারণে সচিবালয়ে আটকে পড়া কর্মকর্তা-কর্মচারীরা সন্ধ্যায় নিরাপদে বের হয়ে বাড়ির পথে রওনা হন। বর্তমানে সচিবালয়ের সামনে পুলিশ, র্যাব, কোস্ট গার্ড এবং বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং পুরো এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে