ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

সরকারি কোম্পানিকে শেয়ারবাজারে আনতে জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক

২০২৫ জুলাই ২২ ১৮:৩৯:২৫
সরকারি কোম্পানিকে শেয়ারবাজারে আনতে জ্বালানি উপদেষ্টার সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক: সরকারি লাভজনক ও ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শীর্ষ কর্মকর্তারা।

সোমবার (২১ জুলাই) রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মোঃ মোহসিন চৌধুরী।

বৈঠকে সরকারি কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে শেয়ারবাজারে আনার প্রক্রিয়া ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএসইসি মনে করে, মৌলভিত্তিসম্পন্ন সরকারি কোম্পানির বাজারে অংশগ্রহণ শেয়ারবাজারকে আরও প্রাণবন্ত ও স্থিতিশীল করে তুলবে।

বৈঠকটি বিএসইসির চলমান উদ্যোগের অংশ, যার লক্ষ্য বাজারে গভীরতা আনতে শক্তিশালী ও লাভজনক কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা। আলোচনায় বিশেষভাবে বিদ্যুৎ ও জ্বালানি খাতভুক্ত কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তির পথ সুগম করতে প্রয়োজনীয় নীতিগত ও বাস্তবসম্মত করণীয় বিষয়গুলো উঠে আসে।

এর আগে, চলতি বছরের ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে শেয়ারবাজারের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও উন্নয়নমূলক করণীয় বিষয়ে আলোচনা হয়। সেখানে প্রধান উপদেষ্টা শেয়ারবাজার শক্তিশালী করতে বেশকিছু গঠনমূলক নির্দেশনা প্রদান করেন।

এসব নির্দেশনার ভিত্তিতেই বিএসইসি এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় সাধনে কাজ করছে, যাতে শেয়ারবাজারে সরকারি কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং বাজারের গভীরতা ও বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হয়।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে