ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

আরএকে সিরামিকসের ২১ কোটি টাকা লোকসান

২০২৫ জুলাই ২২ ২০:১৫:১৪
আরএকে সিরামিকসের ২১ কোটি টাকা লোকসান

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক সিরামিক উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএকে সিরামিকস (বাংলাদেশ) পিএলসি চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ২১ কোটি টাকা লোকসান গুনেছে। সিরামিক টাইলসের চাহিদা কমে যাওয়ায় এই লোকসান হয়েছে বলে কোম্পানির আর্থিক বিবরণীতে জানানো হয়েছে। এই সময়ে কোম্পানিটির রাজস্ব সামান্য কমে ৩১০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় কম।

কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুন মাস শেষে আরএকে সিরামিকসের শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৪৯ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৯ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে লোকসানের বৃদ্ধি

দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই সময়ে কোম্পানির রাজস্ব ১৫শতাংশ বেড়ে ১৬৩ কোটি টাকায় পৌঁছালেও, লোকসান হয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। গত বছরের একই প্রান্তিকের তুলনায় লোকসান ১৮ গুণ বেশি।

কোম্পানি তাদের মূল্য সংবেদনশীল বিবৃতিতে জানিয়েছে, বাজারের চাহিদা কমে যাওয়ায় বিক্রি ৩ শতাংশ কমে গেছে। কাঁচামাল এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে মোট মুনাফার হার (গ্রস প্রফিট মার্জিন) উল্লেখযোগ্যভাবে ২০.৬৬ শতাংশ থেকে কমে ১৫.০৩ শতাংশে নেমে এসেছে বলেও তারা উল্লেখ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কার্যনির্বাহী মূলধন মেটানোর জন্য ব্যাংক থেকে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজন হওয়ায় আর্থিক ব্যয় বেড়েছে, যার ফলে কর-পরবর্তী নিট মুনাফা কমে গেছে।

'এ' ক্যাটাগরিতে ফেরা

আর্থিক লোকসানের এই খবরের মধ্যেও আজ (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আরএকে সিরামিকসের শেয়ার দর ৯.৫৭ শতাংশ বেড়ে ২২ টাকা ৯০ পয়সায় পৌঁছেছে। এর প্রধান কারণ হলো, কোম্পানিটি 'জেড' ক্যাটাগরি থেকে 'এ' ক্যাটাগরিতে ফিরে এসেছে।

এর আগে, ২০১৪ সালের জন্য ঘোষিত ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড নির্ধারিত সময়ে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় ডিএসই কোম্পানিটির শেয়ারকে 'জেড' ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছিল। তবে কোম্পানিটি পরবর্তীতে ডিভিডেন্ড বিতরণ করে এবং সোমবার ডিএসইতে ডিভিডেন্ড বিতরণ প্রতিবেদন জমা দেয়। যার ফলে কোম্পানিটিকে তারা পুনরায় 'এ' ক্যাটাগরিতে ফিরিয়ে নিয়ে আসে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে