ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

মাইলস্টোনের এক শিক্ষার্থীর অভিজ্ঞতা গা শিউরে ওঠার মতো

২০২৫ জুলাই ২২ ১৭:১৪:০৫
মাইলস্টোনের এক শিক্ষার্থীর অভিজ্ঞতা গা শিউরে ওঠার মতো

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করুন) দুপুরে এই ঘটনা ঘটে। এ পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, আহত হয়েছেন শতাধিক।

আইএসপিআরের তথ্যমতে, বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরেই সেটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির ঠিক আগে বিমানটি বিকট শব্দে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। সে সময় অনেক শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে উপস্থিত ছিলেন। কলেজের এক শিক্ষক জানান, তিনি নিচে অবস্থান করছিলেন এবং আকস্মিক বিস্ফোরণের শব্দে হতবাক হয়ে যান। এরপর শিক্ষক, কর্মচারী, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা একযোগে উদ্ধারকাজে অংশ নেন।

আহতদের রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বার্ন ইউনিট ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে চলছে হৃদয়বিদারক দৃশ্য। দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে।

এ ঘটনায় বিমান বাহিনীর পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, বিচার বিভাগীয় তদন্তের দাবি করে একটি রিট আবেদনও দায়ের করা হয়েছে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক, সাংস্কৃতিক ও শোবিজ অঙ্গনের ব্যক্তিত্বরা। তারা নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের সুস্থতা কামনা করেন এবং রক্তদানের আহ্বান জানান।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে