ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

পতনের ফাঁদ ছিঁড়ে শেয়ারবাজারে লাল সবুজের জয়গান

২০২৫ জুলাই ২২ ১৫:১৪:০১
পতনের ফাঁদ ছিঁড়ে শেয়ারবাজারে লাল সবুজের জয়গান

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজার টানা পাঁচ কর্মদিবসের উত্থানশেষে আজ মঙ্গলবার (২২ জুলাই) শুরুর লেনদেন ছিল নাটকীয়তায় ভরপুর। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম ভাগে অন্তত তিন দফায় সূচকের পতন দেখা যায়। এরপর দিনের শেষভাগে অর্থাৎ দুপুর ১২টার পর থেকে বাজারের চালচিত্র সম্পূর্ণ পাল্টে যায় এবং দিন শেষে অর্জিত হয়েছে এক দুর্দান্ত বিজয়। এটি শেয়ারবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার এক সুস্পষ্ট প্রতিফলন।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ লেনদেনের শুরুতে অর্থাৎ ১২টা আগে ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্টের বেশি কমে যায়। এরপর আরও দু'দফায় সূচক ১০ পয়েন্টের নিচে নেমে আসে, যা বিনিয়োগকারীদের মনে কিছুটা উদ্বেগ তৈরি করে। তবে সকল শঙ্কা উড়িয়ে দিয়ে লেনদেনের দ্বিতীয় ভাগে অর্থাৎ দুপুর ১২টার পর থেকে বাজারের গতিপথ সম্পূর্ণ পাল্টে যায়। ইতিবাচক প্রবণতা নিয়ে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে এবং দিন শেষে ডিএসইর প্রধান সূচক প্রায় ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭০ পয়েন্টে দাঁডায়। এটি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ সূচক। এর আগে ২০২৪ সালের ১১ নভেম্বর ডিএসইর সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ৩০০ পয়েন্টে।

আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭১৮ কোটি ৮৫ লাখ টাকা, যা বাজারের সক্রিয়তাকে আবারও প্রমাণ করেছে। যদিও আগের দিনের ৮৭০ কোটি ৭০ লাখ টাকার লেনদেনের তুলনায় এটি কিছুটা কম। তবে বাজারের ইতিবাচক গতি ধরে রাখাটা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত কমর্মদিবসে সূচক ২৫ পয়েন্ট বাড়লেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছিল, যা বাজারের অন্তর্নিহিত শক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল। কিন্তু আজকের দিনে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় বাজারের সামগ্রিক ইতিবাচকতা অনেকটাই উন্নত হয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৭০.৫৭ পয়েন্টে. যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২০২৪ সালের ১১ নভেম্বর ডিএসইর সর্বোচ্চ সূচক ছিল ৫ হাজার ৩০০ পয়েন্টে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৪.৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬১.৬৪ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৩.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৩.৩৮ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৭৩টির দর বেড়েছে, ১৫১টির দর কমেছে এবং ৬৯টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৭২২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ২১ জুলাই লেনদেন হয়েছিল ৮৬০ কোটি ৭০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৩৮ কোটি ৪০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯০টির, কমেছে ১১২টির এবং পরিবর্তন হয়নি ৩০টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৮.৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫১.৮০ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৯৬.৯২ পয়েন্ট বেড়েছিল।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে