ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
Sharenews24

বিমান দুর্ঘটনায় তথ্য গোপন যা বললো সরকার

২০২৫ জুলাই ২২ ১০:৪৬:১৮
বিমান দুর্ঘটনায় তথ্য গোপন যা বললো সরকার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের ভয়াবহ দুর্ঘটনা ঘিরে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে—এমন অভিযোগ উঠলেও সরকার তা সত্য নয় বলে প্রত্যাখ্যান করেছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি বলেন, “হতাহতদের তথ্য গোপনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সরকারের পক্ষ থেকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, সরকার, সেনাবাহিনী, জেলা প্রশাসন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতালসমূহ একযোগে কাজ করছে যাতে হতাহতদের নির্ভুল তালিকা প্রকাশ করা যায়। নিহতদের শনাক্তে ডিএনএ টেস্ট পর্যন্ত করা হচ্ছে। আহতদের বিভিন্ন হাসপাতালে দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ।

তিনি আহ্বান জানান, যদি কেউ এখনো নিখোঁজ থাকেন বলে সন্দেহ হয়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রার খাতা ও অন্যান্য রেকর্ড ঘেঁটে নিখোঁজের তথ্য যাচাই করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছে সরকার। সহকারী প্রেস সচিব জানান, “এ ধরনের অপপ্রচার দুর্ঘটনার শোকাহত পরিবেশকে আরও জটিল করে তোলে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে