ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

বারাক ওবামাকে হাতকড়া পরাল এফবিআই জানা গেলো সত্যতা 

২০২৫ জুলাই ২১ ১১:০৯:১৬
বারাক ওবামাকে হাতকড়া পরাল এফবিআই জানা গেলো সত্যতা 

নিজস্ব প্রতিবেদক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘গ্রেপ্তার’ করতে দেখা যাচ্ছে এমন একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিডিও পোস্ট করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওটি প্রকাশিত হয়েছে ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম Truth Social-এ। পুরোপুরি এআই দিয়ে তৈরি ভিডিওটিতে দেখা যায়, ওভাল অফিসে এফবিআই এজেন্টরা ওবামাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাচ্ছে, পাশে বসে ট্রাম্প হাসছেন। ওবামার মুখে শোনা যায়, "বিশেষত প্রেসিডেন্ট আইনের ঊর্ধ্বে", আর তার পরপরই রাজনীতিকদের কণ্ঠে প্রতিধ্বনি—"আইনের ঊর্ধ্বে কেউ নয়"।

ভিডিও প্রকাশের সময়টিই জন্ম দিয়েছে বিতর্কের। কারণ, সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেছেন—২০১৬ সালের নির্বাচনে তাকে রুখতে ওবামা প্রশাসন গোয়েন্দা তথ্য অপব্যবহার করে ‘ট্রাম্প-রাশিয়া ষড়যন্ত্র’ সাজিয়েছিল। সাবেক ডেমোক্র্যাট নেত্রী ও বর্তমান জাতীয় গোয়েন্দা উপদেষ্টা তুলসি গ্যাবার্ডও দাবি করেছেন, তার হাতে এ বিষয়ে শক্ত প্রমাণ রয়েছে এবং তিনি বিচার প্রক্রিয়ার আহ্বান জানিয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তর (DNI) এর বিপরীতে ১১৪ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে—২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার সাইবার হস্তক্ষেপের প্রমাণ পাওয়া যায়নি, এবং ফলাফল প্রভাবিত হয়নি।

এই পাল্টাপাল্টি অভিযোগ-প্রতিবেদন এবং বিতর্কিত এআই ভিডিও ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এআই এখন শুধু বিনোদনের উপকরণ নয়, বরং রাজনৈতিক বিভ্রান্তি তৈরির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে