ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

বছরের দাম বৃদ্ধির শিরোপা তিন কোম্পানির ঝুলিতে

২০২৫ জুলাই ২০ ১৭:৫৩:১০
বছরের দাম বৃদ্ধির শিরোপা তিন কোম্পানির ঝুলিতে

নিজস্ব প্রতিবেদক: গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দামে লেনদেন হচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- দেশ গার্মেন্টস, ব্র্যাক ব্যাংক এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ। এই ধারাবাহিক দর বৃদ্ধির কারণে এই ৩ কোম্পানির শেয়ারে সর্বোচ্চ মুনাফা হয়েছে বিনিয়োগকারীদের। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টির মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে দেশ গার্মেন্টসের শেয়ারে। গত এক বছরের মধ্যে কোম্পানিটির দর ৫৭ টাকা ৯০ পয়সা বা ৭৬.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৯০ পয়সায়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। গত এক বছরের মধ্যে গত ২৮ মে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৫৯ টাকা ৬০ পয়সা। এরপর থেকেই ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ার দাম বাড়ছে।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। গত এক বছরের মধ্যে কোম্পানিটির দর ২৫ টাকা ৮০ পয়সা বা ৬৭.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮০ পয়সায়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। গত এক বছরের মধ্যে গত ২০২৪ সালের ০৪ আগস্ট কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৩০ টাকা ৩০ পয়সা। এরপর থেকেই ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ার দাম বাড়ছে।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারে। গত এক বছরের মধ্যে কোম্পানিটির দর ২৫ টাকা ৮০ পয়সা বা ৬৭.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮০ পয়সায়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। গত এক বছরের মধ্যে গত ২০২৪ সালের ০৪ আগস্ট কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১২ টাকা ৬০ পয়সা। এরপর থেকেই ধারাবাহিকভাবে কোম্পানিটির শেয়ার দাম বাড়ছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে