ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫
Sharenews24

দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত

২০২৫ জুলাই ২০ ১৮:৫০:৫৬
দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত, কারণ এটি গণতন্ত্রের স্বাভাবিক রীতি।’ আজ রোববার রাজধানীতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বিএনপিকে একটি প্রস্তাবনা বা খসড়া প্রদান করা হয়েছে, যা দলীয়ভাবে পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে মতামত জানানো হবে।

“বিশ্বের বহু গণতান্ত্রিক দেশেই দেখা যায়—দলীয় প্রধানই হন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রেও প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়ায় দলের নেতৃত্বপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হন। সুতরাং, বাংলাদেশেও দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত বলে আমরা মনে করি,” — বলেন বিএনপির এই নীতি-নির্ধারক।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মূল কাঠামো—বিশেষ করে ১৩তম সংশোধনী অনুসারে যে রূপরেখা ছিল—তা নিয়ে আলোচনা হয়েছে। সেই কাঠামোয় কীভাবে সময়োপযোগী সংশোধন আনা যায়, তা নিয়েই মূলত আজকের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি বরাবরই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে ঐকমত্য কমিশন থেকে আসা প্রস্তাবে গণতান্ত্রিক দলগুলোকে আলোচনার টেবিলে আনতেই বিএনপি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। তবে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের গঠন, দায়িত্ব ও কর্তৃত্ব বিষয়ে খুঁটিনাটি আলোচনা হয়েছে। আগামী মঙ্গলবার এই খসড়ার ভিত্তিতে আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।”

তিনি জানান, ঐকমত্যের মাধ্যমে রাজনৈতিক সংকট সমাধান করতে চায় বিএনপি। তবে তা হতে হবে গণতান্ত্রিক ধারা ও জনগণের আস্থার ভিত্তিতে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে