ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

শেয়ার বিক্রির ঘোষণা

২০২৫ জুলাই ২১ ০৬:২৫:২৮
শেয়ার বিক্রির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ার বিক্রি করবেন ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআর) চেয়ারম্যান ড. এ কে আব্দুল মুবিন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ড. আব্দুল মুবিন ব্যাংকটির ১৪ হাজার ২৯৯টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। ঘোষিত শেয়ার ৩০ কর্মদিবসের মধ্যে বিক্রি করবেন তিনি।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্র্যাক ব্যাংকের সুদ আয় হয়েছে ১ হাজার ৭৯৫ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ১ হাজার ২৪০ কোটি টাকা। আলোচ্য সময়ে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৮৬ কোটি ৩৩ লাখ টাকা। যা আগের অর্থবছরে যা ছিল ৩১৭ কোটি ৮৭ লাখ টাকা। প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৭ পয়সা। যা আগের অর্থবছরে ছিল ১ টাকা ৫৪ পয়সা (পুনর্মূল্যায়িত)।

৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৫ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে ব্র্যাক ব্যাংকের পর্ষদ। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে