ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫
Sharenews24

মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়

২০২৫ জুলাই ১৯ ১৫:০২:০৯
মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী বাংলাদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিসের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রশ্নটি করেন।

পোস্টটিতে তিনি লিখেছেন, "এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?"

এই পোস্টের মন্তব্যে তিনি আরও বিশদভাবে তার অবস্থান তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, "যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন? শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে, তারা এখানে কি করতে পারবে?"

আজহারীর এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টটি করার অল্প সময়ের মধ্যেই হাজার হাজার লাইক ও শত শত মন্তব্য পায় এবং অনেকেই এটি শেয়ার করেন। তার এই বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে সমর্থন করে মন্তব্য করেছেন, আবার কেউ কেউ এর ভিন্নমত পোষণ করেছেন।

এই পোস্টের মাধ্যমে মিজানুর রহমান আজহারী মূলত একটি দেশের অভ্যন্তরীণ শান্তি ও মানবাধিকার রক্ষার ক্ষেত্রে সেই দেশের জনগণের পারস্পরিক সম্প্রীতি ও বোঝাপড়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তার মতে, বাইরের কোনো সংস্থার হস্তক্ষেপের চেয়ে নিজেদের মধ্যকার ঐক্যই বেশি জরুরি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে