ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫
Sharenews24

হজ খরচ কমাতে চমকপ্রদ ঘোষণা দিলেন উপদেষ্টা

২০২৫ জুলাই ১৩ ১৫:০৫:৪৬
হজ খরচ কমাতে চমকপ্রদ ঘোষণা দিলেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৬ সালের হজ খরচ আরও কমানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী নভেম্বরেই সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানান তিনি।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, হজ সংশ্লিষ্ট প্রতিনিধিগণ এবং ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

২০২৫ সালের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে, ভবিষ্যতের প্রস্তুতিও শুরু হয়েছে।

সরকার চায় হজযাত্রীদের জন্য আরও সম্মানজনক, নিরাপদ ও সাশ্রয়ী হজ নিশ্চিত করতে।

শুধু ব্যয় কমানো নয়, সেবার গুণগত মান বজায় রাখাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

ড. খালিদ হোসেন বলেন,"আমরা হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। সবার সহযোগিতায় এবারের হজ সফল হয়েছে, ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে বলে আশাবাদী।"

মোট হজযাত্রী: ৮৭,১৫৭ জন

হজ শুরু: ২৯ এপ্রিল

হজের তারিখ: ৫ জুন

শেষ ফ্লাইট: ৩১ মে (যাত্রা) | ১০ জুলাই (ফেরত)

মৃত্যুবরণকারী হজযাত্রী: ৪৫ জন (৩৪ পুরুষ, ১১ নারী)

‍প্রধান কারণ: বার্ধক্য ও অসুস্থতা

প্রসঙ্গত, ২০২৩ সালে প্রণীত নতুন নীতিমালার ভিত্তিতে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, খরচ নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে।

আরও তথ্য জানতে কল করুন হজ কল সেন্টার ১৬১৩৬ নম্বরে অথবা ভিজিট করুন www.hajj.gov.bd

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে