ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

উকুন দূর করার গল্প শুনালেন তাসনিম জারা 

২০২৫ জুলাই ০৪ ১৭:৫৪:০০
উকুন দূর করার গল্প শুনালেন তাসনিম জারা 

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের মিশন মোড়ে এক পথসভায় ঘটে গেল এক হৃদয়ছোঁয়া মুহূর্ত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ও চিকিৎসক তাসনিম জারা-র সঙ্গে দেখা হলো ৫ বছরের ছোট্ট ফাতিমার।

ফাতিমার বাবা জানালেন, মেয়েটি জারার বানানো উকুন দূর করার ভিডিও দেখে বাবাকে অনুরোধ করে শ্যাম্পু আনতে। ব্যবহার করার পর মাথা একদম উকুনমুক্ত!

এই গল্পে মুগ্ধ হয়ে জারা ফেসবুকে লিখেছেন—“এই প্রজন্ম কৌতুহলী, আত্মবিশ্বাসী। তারা জানে প্রশ্ন করতে, জানে নিজের জন্য কী দরকার। ফাতিমার মতো শিশুরা বড় হচ্ছে এমন এক সময়ে, যখন তাদের হাতে তথ্যের শক্তি। শুভকামনা ফাতিমা!”

একটি সাধারণ স্বাস্থ্য-ভিডিও কিভাবে প্রান্তিক এলাকার একজন শিশুর জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে—এই ঘটনা তারই দৃষ্টান্ত।

উল্লেখ্য, এনসিপি নেতারা বর্তমানে রাজনৈতিক সফরে উত্তরবঙ্গে রয়েছেন এবং নিয়মিত কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে