ঢাকা, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
Sharenews24

সস ফ্রিজে রাখার সঠিক নিয়ম জানুন আজই!

২০২৫ জুন ২৩ ১৫:১৮:১৫
সস ফ্রিজে রাখার সঠিক নিয়ম জানুন আজই!

নিজস্ব প্রতিবেদক : টমেটো সস বা কেচাপ আমাদের অনেকেরই প্রিয়। বিশেষ করে বাচ্চাদের খাবারে একটু কেচাপ দিলে খাবারের প্রতি আগ্রহ বেড়ে যায়। শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, বর্তমানে অনেকেই টমেটো ব্যবহার না করে সরাসরি কেচাপ ব্যবহার করছেন রান্নায়। কিন্তু কেচাপ ব্যবহারের সঙ্গে এক প্রশ্ন দীর্ঘদিন ধরেই বিতর্কের জন্ম দিয়েছে—টমেটো সস কি ফ্রিজে রাখা উচিত? চলুন, জেনে নিই।

বিশেষজ্ঞরা কী বলছেন?

বিশেষজ্ঞদের মতে, টমেটো সস বা কেচাপ খুলে ফেললে সেটিকে ফ্রিজে রাখা উত্তম। তবে এতে লবণ, চিনি, ভিনেগার ও সংরক্ষণকারী উপাদান থাকে বলে সস এক মাস পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেও ঠিকভাবে সংরক্ষণ করা যায়। শর্ত একটাই—ঘরের পরিবেশ পরিষ্কার এবং অপেক্ষাকৃত ঠাণ্ডা হতে হবে। যদি আপনি কেচাপ নিজে বাড়িতে তৈরি করেন, তাহলে অবশ্যই ফ্রিজে রাখা জরুরি।

কারণ ঘরোয়া কেচাপে সাধারণত কোনও প্রিজারভেটিভস থাকে না, ফলে তা খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।ফ্রিজে রাখলে কী উপকার হয়?

রেফ্রিজারেটরে কেচাপ রাখার একাধিক উপকার রয়েছে। এটি কেচাপের গুণমান, সতেজতা এবং স্বাদ দীর্ঘ সময় ধরে বজায় রাখতে সাহায্য করে। ফ্রিজের ঠাণ্ডা তাপমাত্রা ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি রোধ করে।

এতে পানি ও কঠিন উপাদান আলাদা হয়ে যাওয়ার প্রবণতা কমে, ফলে সস থাকে মসৃণ এবং সমগঠিত। সস বারবার তাপমাত্রার ওঠানামার শিকার না হলে তার রং, স্বাদ ও ঘনত্ব অক্ষুণ্ণ থাকে। ফ্রিজে রাখলে সস অন্যান্য মশলা ও কনডিমেন্টসের সঙ্গে সহজে গুছিয়ে রাখা যায়, ব্যবহারে সুবিধা হয়। গরম ও আর্দ্র আবহাওয়ার দেশগুলিতে ফ্রিজ ছাড়া সস অনেক দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।যদিও বাজারের কেচাপ কিছু সময় ঘরের তাপমাত্রাতেও ভালো থাকে, তবু গুণমান, স্বাদ এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে কেচাপ ফ্রিজেই সংরক্ষণ করাই বেশি নিরাপদ ও উপযুক্ত।

বিশেষ করে গরম বা বর্ষার দিনে ফ্রিজই সসের প্রকৃত রক্ষাকবচ।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর



রে