ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫
Sharenews24

দাপট দেখাল ‘এ’ ক্যাটাগরির ১৩ শেয়ার

২০২৫ জুন ০১ ১৮:৩৬:০১
দাপট দেখাল ‘এ’ ক্যাটাগরির ১৩ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আজ (০১ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৪০২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২০৩টির এবং মোট ২৩৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ দর বৃদ্ধি এবং লেনদেনে দাপট দেখিয়েছে ‘এ’ ক্যাটাগরির ১৩ শেয়ার। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ারের মধ্যে ৫টি ছিল ‘এ’ ক্যাটাগরির। যেগুলো হলো- শাশা ডেনিমস, আরগন ডেনিমস, এনআরবি ব্যাংক, ঢাকা ব্যাংক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

অন্যদিকে, লেনদেনের শীর্ষ ১০ শেয়ারের মধ্যে ৮টি ছিল ‘এ’ ক্যাটাগরির। যেগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কেডিএস এক্সেসরিজ, লাভলো আইস্ক্রিম, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, শাশা ডেনিমস, এনআরবি ব্যাংক এবং স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষ ৫ শেয়ার

দর বৃদ্ধির ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে আজ সর্বোচ্চ দর বেড়েছে শাশা ডেনিমসের। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৬০ পয়সায়। বিনিয়োগকারীদের ব্যাপক চাহিদার কারণে কোম্পানিটির শেয়ারে বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে আরগন ডেনিমসের। আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৯০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ ৫০ পয়সা বা ৫.৩২ শতাংশ দর বেড়েছে এনআরবি ব্যাংকের। দিনশেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।

অন্য দুই কোম্পানির মধ্যে- ঢাকা ব্যাংকের ৫০ পয়সা বা ৪.৯০ শতাংশ এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫০ পয়সা বা ৪.৮১ শতাংশ দর বেড়েছে।

লেনদেনের শীর্ষ ৮ শেয়ার

আজ লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৩০ লাখ ৪ হাজার টাকার। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৮৭ টাকা ২০ পয়সায় ক্লোজিং হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ কেডিএস এক্সেসরিজের ৮ কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৪১ টাকা ৫০ পয়সায় ক্লোজিং হয়েছে।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাভেলো আইস্ক্রিমের। আজ কোম্পানিটির মোট ৭ কোটি ৯৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে কোম্পানিটির প্রতিটি শেয়ার ৮৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধে- ওরিয়ন ইনফিউশনের ৫ কোটি ৯১ লাখ ৪৭ হাজার টাকা, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ৮৭ লাখ ১০ হাজার টাকা, শাশা ডেনিমসের ৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৫ কোটি ৪৫ লাখ ৬০ হাজার টাকা এবং স্কয়ার ফার্মার ৫ কোটি ২০ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে