ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

ঈদের ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

২০২৫ মে ২৫ ১৬:২৩:৫৫
ঈদের ছুটিতে যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক: আগামী ঈদুল আজহার ছুটিতে ব্যাংক বন্ধ থাকলেও তৈরি পোশাক শিল্প-সংশ্লিষ্ট এলাকায় ৩ দিন সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের উদ্দেশ্য হলো শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ এবং রপ্তানি বিল বিক্রয় ও বৈদেশিক লেনদেন নিশ্চিত করা।

ব্যাংক খোলা থাকবে যেসব দিন:

৫ জুন (বৃহস্পতিবার)

১১ জুন (বুধবার)

১২ জুন (বৃহস্পতিবার)

যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে:

ঢাকা মহানগরী

আশুলিয়া

টঙ্গী

গাজীপুর

সাভার

ভালুকা

নারায়ণগঞ্জ

চট্টগ্রাম

ব্যাংকিং সময়সূচি (৫, ১১, ১২ জুন):

লেনদেন: সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত

ব্যাংক খোলা থাকবে: বিকেল ৪টা পর্যন্ত (লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য)

লক্ষ্য ও উদ্দেশ্য:

শ্রমিকদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধ

রপ্তানি বিল নিষ্পত্তি

ওষুধ ও রপ্তানি-আমদানিমুখী শিল্পের জরুরি লেনদেন সম্পন্ন করা

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতাদি পাবেন। এই নির্দেশনা জারি করা হয়েছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী।

এই সময়ের ব্যাংকিং কার্যক্রম কেবলমাত্র সংশ্লিষ্ট শিল্প ও ব্যবসায়িক কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে, এবং দেশের অন্যান্য এলাকায় ব্যাংকগুলো বন্ধ থাকবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে