ঢাকা, রবিবার, ২৫ মে ২০২৫
Sharenews24

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

২০২৫ মে ২৫ ১০:৫৯:২৫
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা থাকবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে বাজেটে রেশন সুবিধা ও সচিবালয় ভাতা অন্তর্ভুক্ত করা নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানান তিনি।

একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সরকারের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা।

অর্থ উপদেষ্টা বলেন,“মহার্ঘ ভাতা বাজেটে থাকবে। তবে কতটা, এবং কবে থেকে কার্যকর করা যাবে— তা এখনো নির্ধারিত হয়নি। বিষয়টি আর্থিক সক্ষমতা ও বাস্তবতা বিবেচনায় দেখা হচ্ছে।”

তিনি আরও যোগ করেন,“সব ভাতা একসঙ্গে চালু করা সম্ভব হবে না। সচিবালয় ভাতা চালু করলে মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও একই দাবি তুলবেন— সেটি যৌক্তিকভাবে হ্যান্ডেল করা কঠিন হবে।”

চাকরিজীবীদের রেশন সুবিধা প্রসঙ্গে উপদেষ্টা বলেন,“রেশন সুবিধা পুলিশ ও বিজিবি পাচ্ছে। ফলে অন্য সরকারি চাকরিজীবীরাও প্রশ্ন করছেন— আমরা কেন পাবো না? দাবি তাদের যুক্তিসঙ্গত, তবে বাহিনীভুক্তদের ডিউটি অনেক কঠিন ও মানবিক দিক বিবেচনায় রেশন সুবিধা দেওয়া হয়।”

তিনি ব্যাখ্যা করেন,“পুলিশ সদস্যরা দুপুর ২টার খাবার বিকাল ৪টায় খায়, রাত ১২টায় ডিউটি শেষ করে ৬ জন এক রুমে ঘুমায়। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগ নেই। এই প্রেক্ষাপটে তাদের রেশন দেওয়া হয়। সচিবালয়ের কর্মকর্তারাও অনেক ক্ষেত্রে ভুক্তভোগী, তবে সবার জন্য একসঙ্গে সুবিধা চালু করা সম্ভব নয়।”

সচিবালয় ভাতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন,“সচিবালয় ভাতা দিলে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তারা বৈষম্য অনুভব করবেন। তাই একক কোনো শ্রেণিকে অতিরিক্ত সুবিধা দেওয়া থেকে সরকার বিরত থাকতে পারে।”

সবশেষে তিনি বলেন,“সবকিছু এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই বাজেট ঘোষণা হবে। তখনই মহার্ঘ ভাতার হার, শুরুর সময় এবং অন্যান্য ভাতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।”

বাজেটে মহার্ঘ ভাতা নিশ্চিত হলেও রেশন ও সচিবালয় ভাতা এখনই পাচ্ছেন না সরকারি কর্মীরা। বাজেটে সামগ্রিক আর্থিক ভারসাম্য, কর্মীদের মানবিকতা ও সমতার নীতিতে গুরুত্ব দিচ্ছে সরকার।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে