ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চট্টগ্রাম বন্দর নিয়ে উত্তাল দেশ, এবার মুখ খুললেন প্রেস সচিব

২০২৫ মে ২৫ ১২:৩৬:১৯
চট্টগ্রাম বন্দর নিয়ে উত্তাল দেশ, এবার মুখ খুললেন প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর কাউকে হস্তান্তর করা হচ্ছে না—এমনই সাফ ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকার চায় এই বন্দরের কার্যক্রম আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং এর ব্যবস্থাপনায় বিশ্বমানের কোম্পানিগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে।

রোববার (২৫ মে) রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন,“বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যেন চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনায় দক্ষভাবে কাজ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। তবে স্পষ্ট করে বলতে চাই—চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না।”

তিনি আরও বলেন,“আমরা চাই, তারা টার্মিনাল পরিচালনায় বিনিয়োগ করুক ও উন্নয়নে অংশ নিক। এ বিষয়ে ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা প্রায় তিন বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।”

প্রেস সচিবের এই বক্তব্য এমন সময় এলো, যখন চট্টগ্রাম বন্দর নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক ও গুঞ্জন চলছিল, বিশেষ করে বিদেশি নিয়ন্ত্রণ ইস্যুতে।

চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই বন্দরের আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে বিশ্লেষকরা স্বাগত জানালেও, স্বার্থ বিসর্জনের আশঙ্কায় বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছিল। তবে সরকারের পক্ষ থেকে দেওয়া এই আশ্বাস পরিস্থিতি কিছুটা স্পষ্ট করেছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে