ঢাকা, সোমবার, ৭ জুলাই ২০২৫
Sharenews24

ভারতের নিষেধাজ্ঞায় যা বললেন আসিফ মাহমুদ

২০২৫ মে ২১ ১৭:৫৭:৪৯
ভারতের নিষেধাজ্ঞায় যা বললেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ভারত কর্তৃক বাংলাদেশি কিছু পণ্যের স্থলপথে আমদানির উপর বিধি-নিষেধ স্বল্পমেয়াদে ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ হলেও, দীর্ঘমেয়াদে তা আত্মনির্ভরশীলতা গঠনের একটি বড় সুযোগ।

তিনি বলেন, “ব্যবসায়ীদের সাময়িক কিছু ক্ষতি হতে পারে। কিন্তু এই পরিস্থিতিকে আমরা আত্মনির্ভরশীলতার দিকে অগ্রসর হওয়ার সুযোগ হিসেবে দেখছি।”

আজ বুধবার সাভারে জাতীয় যুব ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক যুব সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা আরও বলেন, “আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন ও শিল্প গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। সরকার এই সুযোগ কাজে লাগাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও বিনিয়োগ উৎসাহ দেবে।”

এক ভিন্ন ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ SpaceX-এর স্টারলিংক ইন্টারনেট সেবা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “স্টারলিংকের মাধ্যমে দেশের টেলিযোগাযোগ খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে।”

তিনি উল্লেখ করেন, দেশের এমন অনেক দুর্গম ও প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে এখনও অপটিক্যাল ফাইবার পৌঁছায়নি। সেখানে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে স্টারলিংক কার্যকর ভূমিকা রাখতে পারে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে