ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

নায়িকার গ্রেপ্তার নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট ভাইরাল

২০২৫ মে ১৯ ১৫:৩৪:০২
নায়িকার গ্রেপ্তার নিয়ে হাসনাতের ফেসবুক পোস্ট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘‘এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।’’

সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ মন্তব্য করেন হাসনাত।

পোস্টে তিনি লিখেছেন, “ইন্টারিম সরকারের ঘোষণার পর ৬২৬ জনের একটি তালিকা ছিল, তারা সবাই নিরাপদে দেশ ছাড়লেন। অথচ এখন নুসরাত ফারিয়াকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে বোঝানোর চেষ্টা চলছে যে, সরকার খুব ন্যায়বিচার করছে। এটি আসলে বিচার নয়, বরং জনগণের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার চেষ্টা—হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন।”

তিনি আরও লেখেন, “সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের দেশত্যাগে সহায়তা করা হয়। এমনকি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বাসায় গিয়ে তাকে রাষ্ট্রীয় সহায়তায় পাসপোর্ট করে দেওয়া হয়। যেখানে দ্বিতীয় ট্রাইব্যুনালের বিচার জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল, সেটি এখন মে মাস পার হলেও শুরু হয়নি।”

এই মন্তব্যের মাধ্যমে এনসিপি নেতা সরকারের বিচার কার্যক্রম ও আইন প্রয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং দাবি করেছেন, এটি একটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কৌশল হতে পারে।

উল্লেখ্য, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গতকাল রবিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে পুলিশ, এবং একটি হত্যা প্রচেষ্টা মামলায় আজ আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে