ঢাকা, সোমবার, ১৯ মে ২০২৫
Sharenews24

পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বড় ছাড়

২০২৫ মে ১৯ ১২:৫৭:৪১
পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বড় ছাড়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ব্যবসা বা সফরের উদ্দেশ্যে আসতে চাওয়া পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। বাংলাদেশ সরকার আগামী ডিসেম্বর মাস থেকে পাকিস্তানিদের জন্য অনলাইন ভিসা আবেদন কার্যক্রম চালু করার পরিকল্পনা নিয়েছে।

এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে আঞ্চলিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের লক্ষ্য নিয়ে গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পাকিস্তান হাইকমিশনার ইকবাল হুসেইন খান।

তিনি এ তথ্য জানান পাকিস্তানের লাহোরে গুজরাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (GTCCI)-এর এক মতবিনিময় সভায়। সেখানে তিনি বলেন, “বাংলাদেশ সরকার চায়, দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে একটি অর্থনৈতিক সেতুবন্ধন গড়ে উঠুক। সে লক্ষ্যে পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। বাংলাদেশকে আমরা মধ্য এশিয়ার সঙ্গে সংযোগের একটি প্রবেশদ্বার হিসেবেও উপস্থাপন করছি।”

ইকবাল হুসেইন খান আরও জানান, ইতোমধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদের ভিসা প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। ভবিষ্যতে অন্যান্য পেশাজীবী, বিনিয়োগকারী ও শিক্ষার্থীদের জন্যও ভিসা নীতিতে নমনীয়তা আনার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন,“বাংলাদেশ আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতায় বিশ্বাসী। আমরা চাই, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আস্থা ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে উঠুক।”

বিশেষজ্ঞদের মতে, অনলাইন ভিসা চালু হলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হবে। বর্তমানে দুই দেশের মধ্যে বছরে কয়েক কোটি ডলারের বাণিজ্য হয়, যা অনায়াসে দ্বিগুণ হওয়া সম্ভব—যদি যাতায়াত ও আমদানি-রপ্তানি প্রক্রিয়ায় আরও সহজতা আনা যায়।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে