ঢাকা, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Sharenews24

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান কাইজার চৌধুরী

২০২৫ মে ১৫ ১৯:৪১:২৩
এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান কাইজার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পিএলসি-এর ৮১৩তম পরিচালনা পর্ষদের সভায় কাইজার এ. চৌধুরীকে ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

কাইজার চৌধুরী একজন অভিজ্ঞ ব্যাংকার, যিনি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন সিইও এবং পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর পেশাগত জীবন শুরু হয় ১৯৭৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে, যেখানে তিনি ২৪ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ওয়ান ব্যাংকে ১৯৯৯ থেকে ২০০৪ সাল এবং এবি ব্যাংকে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সিইও হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি মেঘনা ব্যাংকের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি)-এ গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

বর্তমানে তিনি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর একজন স্বতন্ত্র পরিচালক এবং এবি ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাংকিং খাতের বাইরে তিনি একজন শিশু সাহিত্যিক হিসেবেও সুপরিচিত। সাহিত্যের এই শাখায় তাঁর ৫০টি বই প্রকাশিত হয়েছে এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী কাইজার চৌধুরীর নেতৃত্ব এবি ব্যাংকের অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে