ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া

২০২৫ মে ১১ ১৭:৪০:১০
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে জাতিসংঘ মহাসচিবের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার (১০ মে) এক বিবৃতিতে তিনি বলেন, এই চুক্তি বর্তমান উত্তেজনা প্রশমনের পাশাপাশি দুই দেশের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা উন্মোচন করেছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “মহাসচিব এই যুদ্ধবিরতি চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন, যা বিরোধপূর্ণ পরিস্থিতির সমাধানে সহায়ক ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ যেকোনো গঠনমূলক প্রচেষ্টায় সমর্থন দিতে প্রস্তুত।”

এদিকে, শনিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, কয়েকদিনের তীব্র সংঘর্ষের পর ভারত ও পাকিস্তান একটি ‘পূর্ণ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

ইসহাক দার জানান, যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবায়নে তুরস্ক, সৌদি আরব, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ‘মূল ভূমিকা’ পালন করেছেন।

গুতেরেস আশা প্রকাশ করেছেন, এই যুদ্ধবিরতি চুক্তি কেবল একটি সাময়িক বিরতি নয়, বরং দুই প্রতিবেশী দেশের দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব নিরসনে একটি টেকসই কূটনৈতিক পরিবেশ গড়ে তুলবে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে