ঢাকা, সোমবার, ১২ মে ২০২৫
Sharenews24

যে কারণে আইভীর জামিন আবেদন নামঞ্জুর

২০২৫ মে ১২ ১৭:১৪:৫৩
যে কারণে আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

আইভীর জামিন শুনানিতে অংশ নেন হাইকোর্টের সিনিয়র আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও অ্যাডভোকেট শাহিন মাহমুদসহ আরও কয়েকজন অভিজ্ঞ আইনজীবী।

শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিনিয়র আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান বলেন,“আমরা আদালতে উল্লেখ করেছি, আইভী একজন স্বচ্ছ ও জনপ্রিয় রাজনীতিবিদ। তিনি তিনবার সিটি করপোরেশনের মেয়র এবং একবার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার জনপ্রিয়তার প্রমাণ হলো—প্রতিটি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। তার মতো একজন ব্যতিক্রমধর্মী মানুষকে জেলে রাখা পুরো নারায়ণগঞ্জবাসী মেনে নিতে পারছে না।”

আইভীর পক্ষে আদালতে এও বলা হয়, তার গ্রেফতারের মাধ্যমে সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে। আইনজীবীরা এ সময় কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে কারা কর্তৃপক্ষকে ডিভিশন প্রদানের নির্দেশ দেন। তবে জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক।

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন,“আমরা জামিন না পাওয়ায় পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করবো।”

জানা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে হওয়া গণঅভ্যুত্থান চলাকালে পোশাক শ্রমিক মিনারুল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আইভীর নাম আসে।

এই মামলায় তাকে গত ৯ মে ভোরে নিজ বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের সময় শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান এবং সড়ক অবরোধ করেন।

পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং মামলার পরবর্তী শুনানির দিন ২৬ মে নির্ধারণ করেন। বর্তমানে ডা. আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে