ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫
Sharenews24

হাসিনার সঙ্গে মিটিং থেকে রাতেই ধরা আ.লীগ নেতা

২০২৫ মে ০৯ ১২:৩১:৩২
হাসিনার সঙ্গে মিটিং থেকে রাতেই ধরা আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে) রাত ২টার দিকে কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারের কারণ হিসেবে পুলিশ জানায়, তিনি সদ্য বিলুপ্ত পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি ভার্চ্যুয়াল বৈঠকে অংশ নিয়েছিলেন। ওই বৈঠকে কুমিল্লাজুড়ে অরাজকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। একই বৈঠকে কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ আরও কয়েকজন নেতৃবৃন্দ অংশ নেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “ভার্চ্যুয়াল বৈঠকে নাশকতার পরিকল্পনার পাশাপাশি জহিরুল ইসলামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত কয়েকটি মামলাও রয়েছে। শুক্রবার (৯ মে) তাকে আদালতে পাঠানো হবে।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে