ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০২৫ মে ০৬ ১৮:৩৬:১৪
চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলাম এ আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরা গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন, তবে আদালত আবেদন নামঞ্জুর করে তার জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

একই সঙ্গে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন ২৬ জুন ধার্য করেছেন আদালত।

২০১৩ সালের ১৪ মে এই মামলা করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। পরে ২০১৪ সালের ২ জুন চয়নিকা আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ২৪ আগস্ট চয়নিকা চৌধুরী ও প্রযোজক রিয়াজের মধ্যে ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের জন্য একটি চুক্তি হয়। এতে চয়নিকা ২ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করেন এবং একই পরিমাণ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু নাটকটি নির্মাণ না করে এবং টাকা ফেরত না দেওয়ায় চেক ডিজঅনার হলে রিয়াজ আদালতের দ্বারস্থ হন।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে