ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

অভিনয় ছাড়ছেন মৌসুমী যা বললেন ওমর সানী

২০২৫ মে ০৩ ১৫:১২:১২
অভিনয় ছাড়ছেন মৌসুমী যা বললেন ওমর সানী

নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও প্রিয় মুখ মৌসুমী। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পর্দায় তার উপস্থিতি মুগ্ধ করেছে লাখো দর্শককে। তবে ভক্তদের জন্য এবার এসেছে এক দুঃসংবাদ।

দীর্ঘ বিরতির পরও মৌসুমীর অভিনয়ে ফেরার সম্ভাবনা আপাতত নেই—এমনটিই জানিয়েছেন তার স্বামী, অভিনেতা ওমর সানী। বরং তিনি ইঙ্গিত দিয়েছেন, মৌসুমী হয়তো আর কখনোই পর্দায় ফিরবেন না।

২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। সেখানে তিনি তার মায়ের সঙ্গে বসবাস করছেন, সঙ্গে আছেন তার মেয়ে ফাইজা।

ওমর সানী জানান, শাশুড়ির অসুস্থতা ও মেয়ের পড়াশোনার কারণে মৌসুমীর এখন পরিবারেই মনোযোগ বেশি। দেশে ফেরার তেমন কোনো পরিকল্পনাও নেই।

ওমর সানী আরও জানান, মৌসুমী নিজেই নাকি বলেছেন—তিনি ভুলে যেতে চান, তিনি একজন তারকা ছিলেন। এই কথায় গভীর কষ্ট পেয়েছেন সানী।

শুধু তাই নয়, নতুন প্রজন্মের শিল্পীদের শিষ্টাচার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ওমর সানী।"নতুনদের মধ্যে সৌজন্যবোধের খুব অভাব। অনেকে এখন মনে করেন, তারা মৌসুমীর চেয়েও বড় তারকা হয়ে গেছেন।"

মৌসুমীর চলচ্চিত্র যাত্রা শুরু হয় ১৯৯৩ সালে, ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন প্রয়াত নায়ক সালমান শাহ।এরপর দুই যুগে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা, যেমন—অনন্ত ভালোবাসা, দোলনা, লাল দরজা, দেবদাস, মেঘলা আকাশ, ঘেটুপুত্র কমলা প্রভৃতি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।

মুয়াজ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে