ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

সংবিধান সংশোধনে গণভোটের প্রস্তাব এনসিপির

২০২৫ মে ০৬ ১৭:২৮:২৪
সংবিধান সংশোধনে গণভোটের প্রস্তাব এনসিপির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনৈতিক ও সাংবিধানিক কাঠামোয় মৌলিক সংস্কার আনতে চায় এবং এ লক্ষ্যেই জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নেয় দলটি। বৈঠক শেষে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানান, এনসিপির প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে ভোটারদের বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ বছর এবং প্রার্থী হওয়ার বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২৩ বছর করার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

এনসিপির প্রস্তাবিত মৌলিক সংস্কারের কিছু মূল দিক:

সাংবিধানিক কাঠামোর সংস্কার

প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা

স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন

সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট চালু করা

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা

সংবিধানিক পদে নিয়োগে স্বচ্ছতা

নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার ব্যবস্থা চালু

দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার

স্থানীয় সরকার ব্যবস্থা পুনর্গঠন

জনপ্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা

সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা

এনসিপির নেতারা জানান, এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, এবং স্বৈরতন্ত্র বিলুপ্ত হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে