ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন রাশেদ আহমেদ চৌধুরী

২০২৫ মে ০৬ ১৮:২৮:৫৮
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন রাশেদ আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাশেদ আহমেদ চৌধুরী। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বসায়ী ও শিল্পপতি রাশেদ আহমেদ চৌধুরী এবিসি বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড এবং বঙ্গ গার্মেন্টস লিমিটেড-এর চেয়ারম্যান। পাশাপাশি তিনি অ্যাসোসিয়েটেড বিল্ডার্স কর্পোরেশন লিমিটেড এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেড-এর পরিচালক।

এর আগেও তিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত একই ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে; তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর বোর্ড অব ট্রাস্টিজের একজন প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও প্রাক্তন চেয়ারম্যান।

সামাজিক ও পেশাগত নানা কর্মকাণ্ডে যুক্ত রাশেদ আহমেদ চৌধুরী ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি এবং ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট ও হাসপাতাল (IIEI&H)-এর ব্যবস্থাপনা কমিটির সদস্য। তিনি যুক্তরাজ্যভিত্তিক চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট-এরও সদস্য।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে