ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫
Sharenews24

এনআরবিসি ব্যাংকের নতুন এমডি নিয়োগ

২০২৫ মে ০৬ ১৬:৫৩:৪৬
এনআরবিসি ব্যাংকের নতুন এমডি নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: এনআরবিসি ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন ড. মো. তৌহিদুল আলম খান। তিনি ৫ মে ২০২৫ তারিখে ব্যাংকটিতে যোগদান করেন। ৩২ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং খাতে অভিজ্ঞতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত ড. তৌহিদুল আলম খান এর আগে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড. তৌহিদ তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে। এরপর প্রাইম ব্যাংকে তিনি সিন্ডিকেশনস্ অ্যান্ড স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সিন্ডিকেশন ফাইন্যান্সিংয়ে লিড অ্যারেঞ্জার হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া, তিনি প্রাইম ব্যাংক ও ব্যাংক এশিয়াসহ দেশের শীর্ষ ব্যাংকগুলোতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, যেমন প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (CBO), প্রধান ঋণ ঝুঁকি কর্মকর্তা (CRO), এবং ক্যামেলকো (প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা)।

ড. তৌহিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)-এর ফেলো সদস্য। তিনি টেকসই ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং বাংলাদেশের প্রথম সার্টিফাইড সাসটেইনেবিলিটি রিপোর্টিং অ্যাসিউরার (CSRA) হিসেবে স্বীকৃত। তার শিক্ষা ও গবেষণামূলক অবদান তাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য পুরস্কারে ভূষিত করেছে, যা তাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্থনীতি ও টেকসই উন্নয়ন কর্মসূচিতে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে