ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

ভারত ভিসা বাতিল করতেই পাকিস্তানের নজিরবিহীন ঘোষণা

২০২৫ মে ০৬ ১৬:৪৪:০৮
ভারত ভিসা বাতিল করতেই পাকিস্তানের নজিরবিহীন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টাপাল্টি সিদ্ধান্তের অংশ হিসেবে ভারত পাকিস্তানিদের সব ধরনের ভিসা বাতিল করে, যার ফলে অনেক পাকিস্তানি নাগরিক চিকিৎসা অসম্পূর্ণ রেখে বাধ্য হয়ে দেশে ফিরতে হয়। এই সংকটে পাশে দাঁড়িয়েছে পাকিস্তান সরকার। পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ ঘোষণা দিয়েছেন, ভারত থেকে ফেরা কোনো রোগীকে একা ফেলে রাখা হবে না, বরং তাদের সম্পূর্ণ ও নিখরচায় চিকিৎসা দেওয়া হবে।

পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন-এর এক প্রতিবেদনে জানানো হয়, অনেক রোগী লিভার ও কিডনি প্রতিস্থাপনসহ জটিল চিকিৎসার মাঝপথে ভারত থেকে ফিরেছেন। এসব রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে পাঞ্জাবের স্বাস্থ্য বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

একইসঙ্গে, মরিয়ম নওয়াজ পাঞ্জাব পুলিশে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং অপরাধ দমনে র‌্যাঙ্কিং পদ্ধতি বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, “লাহোর এখন লন্ডন ও নিউইয়র্কের চেয়েও নিরাপদ শহর।” এই বক্তব্যে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাফল্যের প্রশংসা করেন।

উল্লেখ্য, ২৩ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত সরকার ‘সার্ক ভিসা ছাড়’সহ বিভিন্ন যৌথ কর্মসূচি বাতিল করে। পাকিস্তানি নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি, ইন্দাস নদীর পানি চুক্তি স্থগিত, সীমান্ত বন্ধ, এবং ভারতীয় হাইকমিশনের কর্মীদের প্রত্যাহার করে নেওয়া হয়। এই উত্তেজনার মধ্যে পাকিস্তান সরকার তাদের নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নেওয়া পদক্ষেপ জনমনে প্রশংসা কুড়িয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে