ঢাকা, রবিবার, ৪ মে ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের সুখবর দিল আরব আমিরাত

২০২৫ মে ০৪ ১৭:৩০:২৩
বাংলাদেশিদের সুখবর দিল আরব আমিরাত

নিজস্ব প্রতিবেদক: সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের টেকসই কূটনৈতিক যোগাযোগের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি।

রাষ্ট্রদূত জানান, ঢাকার সংযুক্ত আরব আমিরাত দূতাবাস প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। রোববার (৪ মে) বিকালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে এক বৈঠকে এসব তথ্য জানান তিনি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বিস্তারিত জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রদূত লুৎফে সিদ্দিকীর সাম্প্রতিক ইউএই সফর এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে তার সক্রিয় যোগাযোগের প্রশংসা করেন। উভয় দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ থেকে শুরু করে বিনিয়োগ সহযোগিতা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

বিশেষ করে ব্যবসায়ী প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াকরণ দ্রুততর করা হয়েছে, যার ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ বেড়েছে।

রাষ্ট্রদূত আরও জানান, ইউএই'র মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য কর্মসংস্থান ভিসার অনলাইন আবেদন পদ্ধতি পুনরায় চালু করেছে। এর আওতায় সম্প্রতি মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মী এবং নিরাপত্তারক্ষীদের জন্য বিপুল সংখ্যক ভিসা ইস্যু করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তারক্ষীদের জন্য ৫০০টি ভিসা ইতোমধ্যে ইস্যু হয়েছে, এবং আরও ১,০০০টি ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, বাংলাদেশ সরকারের চিহ্নিত মানবিক ও সহানুভূতিশীল ভিসা আবেদনগুলো বিশেষ বিবেচনায় দেখা হবে এবং ভবিষ্যতে ভিসা বিধিনিষেধ আরও শিথিল করার ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এ উদ্যোগকে স্বাগত জানান এবং রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে