ঢাকা, মঙ্গলবার, ৬ মে ২০২৫
Sharenews24

স্ক্রিনশট ভাইরাল: গ্রুপের এডমিন ছাত্রদল নেতা

২০২৫ মে ০৬ ১১:৪৬:৩৭
স্ক্রিনশট ভাইরাল: গ্রুপের এডমিন ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে শিক্ষার্থীদের মারধরের পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। গ্রুপটির নাম ‘রাবি ছাত্রদল’ এবং কথোপকথনে একজন লিখেছেন, “ক্যাম্পাসের বাইরে ভেতরে না মামা, এদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটাতে হবে।”

জানা গেছে, ওই গ্রুপের এডমিনদের মধ্যে রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহিসহ আরও কয়েকজন নেতা।

তবে নাসির উদ্দিন দাবি করেছেন, তিনি এই গ্রুপের বিষয়ে কিছু জানেন না। গণমাধ্যমকে তিনি বলেন, “এ ধরনের কোনো স্ক্রিনশট বের হয়েছে, সেটা আমার জানা নেই। এটি আসলেই ছাত্রদলের কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। আমরা কেন্দ্র থেকে বিষয়টি খতিয়ে দেখছি।”

রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহিও গ্রুপে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি ‘বিশ্ববিদ্যালয়ের পরিবার’ গ্রুপে একটি স্ক্রিনশট দেখেছি এবং কয়েকজনকে জিজ্ঞেস করেছি। তারা তা অস্বীকার করেছে। যাদের নাম এসেছে, তারা কেউ সংগঠনের সদস্য নয়। যদি কেউ এমন কিছু করে থাকে, তাহলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হবে।”

এ বিষয়ে একাধিকবার ফোন করা হলেও নাসির উদ্দিন নাসিরের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে