ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

বিসিবির সাবেক সভাপতির ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

২০২৫ মে ০৫ ১৫:২৭:২০
বিসিবির সাবেক সভাপতির ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন দম্পতির প্রায় ৮০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে। দুদক কর্তৃক পরিচালিত অনুসন্ধানে, পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদও পাওয়া গেছে। এরই মধ্যে দুদকের কর্মকর্তারা কমিশনের অনুমোদন নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি দীর্ঘ একযুগের বেশি সময় ধরে তার দায়িত্ব পালনকালে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে বিসিবির শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ২৮ এপ্রিল দুদক বিসিবিতে চিঠি পাঠিয়ে বিভিন্ন খরচ সংক্রান্ত ২৭ ধরনের নথি তলব করেছে। এর মধ্যে রয়েছে পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ, বিপিএলের খরচ, আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ব্যয়, বিদেশি কোচ নিয়োগে খরচ ইত্যাদি।

এছাড়াও, পাপন এমপি থাকা অবস্থায় নানা ধরনের অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা অনুসন্ধানে উঠে এসেছে।

দুদক কর্মকর্তাদের দাবি, এই সন্দেহজনক লেনদেন এবং অবৈধ সম্পদের বিষয়ে আরো তদন্ত চালানো হবে এবং প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুয়াজ/

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে