ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার

২০২৫ মে ০৫ ১৯:৪০:১৭
ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ছাত্র নেতৃত্বের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামী শুক্রবার, ৯ মে ২০২৫। ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ বা সংক্ষেপে আপ বাংলাদেশ নামের এই প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে কেন্দ্রীয় শহিদ মিনারে বিকেল ৪টায়। প্ল্যাটফর্মটির মূল উদ্যোক্তা হলেন আলী আহসান জুনায়েদ এবং রাফে সালমান রিফাত, যাঁরা এর আগে জুলাই আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

আলী আহসান জুনায়েদ: জুলাই আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক ও জাতীয় নাগরিক কমিটির সাবেক কেন্দ্রীয় নেতা।

রাফে সালমান রিফাত: ছাত্র নেতৃত্বে পরিচিত নাম এবং জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ সদস্য।

তবে এই নতুন প্ল্যাটফর্মটি রাজনৈতিক দল নয়, বরং একটি রাজনৈতিক সচেতনতাভিত্তিক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করবে। এর লক্ষ্য হবে বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন এবং নতুন নৈতিক নেতৃত্ব গড়ে তোলা।

তাদের ঘোষিত উদ্দেশ্য:

জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।

ফ্যাসিবাদী ও দুর্নীতিপরায়ণ রাজনীতির বিরুদ্ধে লড়াই।

পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার দাবি।

আহত যোদ্ধা ও শহিদ পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ।

ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা।

যোগ্য, নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করা।

রাজনৈতিক পেশিশক্তি, দুর্নীতির বৃত্ত ভাঙার অঙ্গীকার।

আলী আহসান জুনায়েদ জানিয়েছেন, আহ্বায়ক কমিটি ঘোষণা এবং প্ল্যাটফর্মের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে ৯ মে কেন্দ্রীয় শহিদ মিনারে। উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্যরা, আহত আন্দোলনকারীরা, ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের সংগঠক ও আন্দোলনের অংশীজনরা।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনও ব্যক্তি কিংবা গোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগ নয়, বরং একটি জাতীয় ঐক্য ও সামাজিক রূপান্তরের লক্ষ্যে গঠিত আন্দোলনমুখী প্ল্যাটফর্ম। আলী আহসান জুনায়েদ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এ সংগ্রামে শামিল হই।”

এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের নেতৃত্ব দেশের রাজনীতিতে একটি বিকল্প ধারার সূচনা ঘটাতে চায়—এমনটাই আশা করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের পক্ষ থেকেও।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে